Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Map of Nandail

নান্দাইল উপজেলা নরসুন্দা ও ব্রহ্মপুত্র বিধেীত উর্বর মাটি সমৃদ্ধ ৩২৬.৩৭ বর্গ কিলোমিটার বুক জুড়ে নান্দাইল একটি লোকজ ঐতিহ্য প্রাচীন জনপদ। বাংলার রূপ ফুটিয়ে তোলার অধিকাংশ উপাদানই রয়েছে এ অঞ্চলে। ফসলের অবারিত মাঠ, শাপলা শালুকের বিল, কাশবন, নদীবক্ষে বহমান নৌকা, দোয়েল শ্যামা, কোকিলের অবাধ বিতরণ এখানে দৃশ্যমান। ১৯১২ সালের ১৮ জানুয়ারী প্রশাসনিক গতিশীলতা আনয়ন ও জনসেবা নিশ্চিতকরণের ল¶্যে প্রশাসনিক ইউনিট হিসেবে নান্দাইল থানা সরকারি গেজেটভূক্ত হয়। ফলে কালের পথ পরিক্রমায় এ এলাকার হয় ব্যাপক পরিবর্তন। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এ এলাকার বরেণ্য এ সাহসী সন্তানদের রয়েছে দীপ্তময় ভূমিক। বৃটিশ বিরোধী আন্দোলন, ৫২’এর ভাষ আন্দোলন,  ৬৯’এর গণঅভূত্থান ৭১’ এর মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন ও সংগ্রামে তাঁদের অবদান মানুষের হৃদয়ে রয়েছে চির অম্লান।