ময়মনসিংহ জেলার দক্ষিণে নান্দাইল উপজেলার উপর দিয়ে বহমান নদী ও ছোট ছোট খাল। অবস্থানিক দিক হতে এ থানার উত্তরে ঈশ্বরগঞ্জ থানা, কিশোরগঞ্জ অংশ বিশেষ ও হোসেনপুর, পূর্বে তাড়াইল ও পশ্চিমে পুরাতন ব্রহ্মপুত্র নদ। এ থানার উত্তর দিক হতে কাঁচামাটিয়া নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে নান্দাইল থানার সদরে এসে বাঁক খেয়ে পূর্বমুখী হওয়ার স্থানে, দক্ষিনে দিক হতে নরসুন্দা নামে আর একটি নদী এতে এসে মিলেছে। অতঃপর মিলিত স্রোতধারা উত্তরমুখী হয়ে আবার বাঁক খেয়ে দক্ষিণ মুখী হয়ে, থানার পূর্বাঞ্চলকে দু’পাশে রেখে তাড়াইল অভিমুখে গতি নিয়েছে। তদুপুরি এ থানায় রয়েছে বিভিন্ন খাল ও আরো ছোট ছোট স্রোত প্রবাহ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস