১৯৭১ মুক্তিযুদ্ধেসহ প্রতিটি আন্দলন সংগ্রামে নান্দাইল উপজেলা অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নান্দাইলে অনেক মুক্তিযুদ্ধকালীন সময়ে অনেক লোক প্রাণ হারিয়েছে। যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে অনেক মুক্তিযোদ্ধা। তাদের স্মৃতিকে ধারণ করতে নান্দাইল উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ব নির্মাণ করা হয়েছে। প্রতিবছর এই কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতি স্থম্ভে জাতীয় দিবস যেমন ২১ ফেব্রুয়ারী, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর ফুলেল শ্রদ্ধা জানানো হয়। দিবসগুলোতে উপজেলা প্রশাসন কর্তৃক জাতীয় প্রেগামের অংশ হিসেবে দিনভর নানা আয়োজন থাকে। এটি মূলত মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধারণ করার জন্য নির্মাণ করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস