Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

অনুসন্ধান করুন

# শিরোনাম স্থান কিভাবে যাওয়া যায় যোগাযোগ
নান্দাইলের প্রাচীন ঐতিহ্য ‘জাঙ্গালিয়া কালিবাড়ি

ওই পরিবারের সর্বশেষ বংশধর মানবেন্দ্র নাথ চক্রবর্তী চৌধুরী বলেন, প্রায় দু’শ বছরের বেশি সময় ধরে এখানে কালিপূজা হয়ে আসছে। বর্তমানে এটি দেবোত্তর সম্পত্তি।

মন্দিরের বর্তমান সেবায়েত স্বপন চক্রবর্তী (৫০) জানান ‘জনশ্রুতি রয়েছে যে নীলকররা চলে যাওয়ার পর মন্দিরের পাশের বাড়ির এক হিন্দু জেলে পরিবারের নারী সদস্য স্বপ্নে দেখেন মা কালি ওই স্থাপনায় অবস্থান করছেন। তাঁকে সেখানে পুজা দেয়ার আদেশ জানানো হয়। কিন্তু ভয়ে ওই নারী এ কথা কাউকে বলেননি। পরে একই স্বপ্ন দেখানো হয় গাঙ্গাটিয়ার জমিদার পরিবারকে। সেই সময় থেকে ওই জমিদার পরিবারের উদ্যোগে এখানে পুজা চলে আসছে। স্বপন চক্রবর্তী আরও জানান, তার পরিবারের চতুর্থতম পুরুষ হিসেবে তিনি সেবায়েতের দায়িত্ব পালন করছেন। শ্যামাপুজার সময় এখানে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। তখন দেশ ও ভারতের পশ্চিমবঙ্গ থেকে ভক্তরা এসে মায়ের পায়ে নৈবেদ্য নিবেদন করেন। এছাড়াও প্রতি শনি ও মঙ্গলবারে এখানে পুজা হয়। সেবায়েত জানান, এলাকায় জনশ্রুতি রয়েছে প্রাচীনকালে পুজা অর্চনার বাসন-কোসন পাশের ব্রহ্মপুত্র নদ থেকে উঠে আসত। নদের ওই জায়গায় সারা বছর পানিতে পরিপূর্ণ থাকে। প্রতিদিন দূরদুরান্ত থেকে স্থাপনাটি পরিদর্শন করতে লোকজন এখানে আসেন। স্থাপনাটির সামনের অংশে রয়েছে একটি লোহার সিন্ধুকের ভগ্নাংশ। সিন্ধুকটি বর্তমানে বটগাছের ভেতর চলে গেছে। ওই বটগাছের পাতা তিন রকমের।

বিরাশি গ্রামটি নান্দাইল উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার  দূরে সর্ব দক্ষিণে অবস্থিত।

বিরাশি গ্রামটি নান্দাইল উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার  দূরে সর্ব দক্ষিণে অবস্থিত। সিএনজি ও অটোযোগে যাওয়া যায়।

লেবুর বাগান

নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়ন এ এই লেবুর বাগান অবস্থিত। বছরে প্রায় লক্ষাধিক টাকার লেবু এখান থেকে ঢাকা সহ সারাদেশে বিক্রি করা হয়ে থাকে। প্রায় ৪ বিঘা জমির উপর এ বাগান গড়ে উঠেছে। পানির লেবেল নিচে নেমে যাওয়ায় প্রচলিত কৃষি কাজ সম্ভব না হওয়ায় এখানকার লোকজন এ কাজে উৎসাহিত হয়েছে। বর্তমানে এই লেবুর চাষে মালিকেরা অনেক সুখ ও আনন্দে জীবন যাপন করছে। তাদের গতি এখন আগেরও চেয়েও অনেক পরিবর্তন হয়েছে। লেবু বাগান নান্দাইকে আরও পরিচিতি বিমূখ করে তুলেছে। আমাদের দেশে বর্তমানে লেবুর ব্যাপক চাহিদা রয়েছে যা  এলাকার চাহিদা মিটিয়ে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই লেবু বিক্রি করা হচ্ছে। লেবু চাষে উপজেলা প্রশাসন তথা উপজেলা কৃষি অফিস সার্বক্ষনিক কৃষি সেবা দিয়ে যাচ্ছে।  বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই কৃষি নির্ভর এই দেশে লেবু চাষে আরও জনপ্রিয় করার জন্য চন্ডীপাশা ইউনিয়নের পাশাপাশি নান্দাইল বিভিন্ন ইউনিয়নে লেবু চাষ করার জন্য এবং লেবু চাষে উৎসাহ দেওয়ার জন্য জোর প্রচারনা চালাচ্ছে উপজেলা কৃষি অফিস।

 

 

 

পাকা রাস্তা, রিকশা কিংবা অটো রিকশা করে যাওয়া যাবে।

 

 

চন্ডীপাশা ইউনিয়ন, নান্দাইল

নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়ন এ এই লেবুর বাগান অবস্থিত। বছরে প্রায় লক্ষাধিক টাকার লেবু এখান থেকে ঢাকা সহ সারাদেশে বিক্রি করা হয়ে থাকে। প্রায় ৪ বিঘা জমির উপর এ বাগান গড়ে উঠেছে। পানির লেবেল নিচে নেমে যাওয়ায় প্রচলিত কৃষি কাজ সম্ভব না হওয়ায় এখানকার লোকজন এ কাজে উৎসাহিত হয়েছে। বর্তমানে এই লেবুর চাষে মালিকেরা অনেক সুখ ও আনন্দে জীবন যাপন করছে। তাদের গতি এখন আগেরও চেয়েও অনেক পরিবর্তন হয়েছে। লেবু বাগান নান্দাইকে আরও পরিচিতি বিমূখ করে তুলেছে। আমাদের দেশে বর্তমানে লেবুর ব্যাপক চাহিদা রয়েছে যা  এলাকার চাহিদা মিটিয়ে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই লেবু বিক্রি করা হচ্ছে। লেবু চাষে উপজেলা প্রশাসন তথা উপজেলা কৃষি অফিস সার্বক্ষনিক কৃষি সেবা দিয়ে যাচ্ছে।  বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই কৃষি নির্ভর এই দেশে লেবু চাষে আরও জনপ্রিয় করার জন্য চন্ডীপাশা ইউনিয়নের পাশাপাশি নান্দাইল বিভিন্ন ইউনিয়নে লেবু চাষ করার জন্য এবং লেবু চাষে উৎসাহ দেওয়ার জন্য জোর প্রচারনা চালাচ্ছে উপজেলা কৃষি অফিস।

 

 

 

পাকা রাস্তা, রিকশা কিংবা অটো রিকশা করে যাওয়া যাবে।

নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়ন এ এই লেবুর বাগান অবস্থিত। বছরে প্রায় লক্ষাধিক টাকার লেবু এখান থেকে ঢাকা সহ সারাদেশে বিক্রি করা হয়ে থাকে। প্রায় ৪ বিঘা জমির উপর এ বাগান গড়ে উঠেছে। পানির লেবেল নিচে নেমে যাওয়ায় প্রচলিত কৃষি কাজ সম্ভব না হওয়ায় এখানকার লোকজন এ কাজে উৎসাহিত হয়েছে। বর্তমানে এই লেবুর চাষে মালিকেরা অনেক সুখ ও আনন্দে জীবন যাপন করছে। তাদের গতি এখন আগেরও চেয়েও অনেক পরিবর্তন হয়েছে। লেবু বাগান নান্দাইকে আরও পরিচিতি বিমূখ করে তুলেছে। আমাদের দেশে বর্তমানে লেবুর ব্যাপক চাহিদা রয়েছে যা  এলাকার চাহিদা মিটিয়ে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই লেবু বিক্রি করা হচ্ছে। লেবু চাষে উপজেলা প্রশাসন তথা উপজেলা কৃষি অফিস সার্বক্ষনিক কৃষি সেবা দিয়ে যাচ্ছে।  বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই কৃষি নির্ভর এই দেশে লেবু চাষে আরও জনপ্রিয় করার জন্য চন্ডীপাশা ইউনিয়নের পাশাপাশি নান্দাইল বিভিন্ন ইউনিয়নে লেবু চাষ করার জন্য এবং লেবু চাষে উৎসাহ দেওয়ার জন্য জোর প্রচারনা চালাচ্ছে উপজেলা কৃষি অফিস।

পরামর্শ ও সহযোগিতার জন্য যোগাযোগ করুন 

উপজেলা কৃষি অফিস 

নান্দাইল, ময়মনসিংহ।