নান্দাইল প্রমিলা ফুটবল দল এখন নান্দাইলের পরিচিত মূখ। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ চ্যাম্পিয়নশীপে ইতিমধ্যে নান্দাইল ময়মনসিংহ বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে ট্রাইবেগারে খুলনা বিভাগের সাথে হারে। নান্দাইল প্রমিলা ফুটবল দলটি নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নস্থ পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে প্রমিলা ফুটবল দলটি নান্দাইলকে বাংলাদেশের বুকে আবারও নতুন করে পরিচয় করে দিল। নান্দাইলেও জ্ঞানী ক্ষুদে ফুটবলার জন্ম হয়।
নান্দাইল একটি লোকজ ঐতহ্যি প্রাচীন জনপদ। বাংলার রূপ ফুটিয়ে তোলার অধিকাংশ উপাদানই রয়েছে এ অঞ্চলে। ফসলের অবারিত মাঠ, শাপলা শালুকের বিল, কাশবন, নদীবক্ষে বহমান নৌকা, দোয়েল শ্যামা, কোকিলের অবাধ বিচরণ এখানে দৃশ্যমান। ১৯১২ সালের ১৮ জানুয়ারী প্রশাসনকি গতিশীলতা আনয়ন ও জনসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রশাসনকি ইউনিট হিসেবে নান্দাইল থানা সরকারি গেজেটভূক্ত হয়। ফলে কালের পথ পরিক্রমায় এ এলাকার হয় ব্যাপক নান্দাইল উপজলো নরসুন্দা ও ব্রহ্মপুত্র বিধৌত র্উবর মাটি সমৃদ্ধ ৩২৬.৩৭ র্বগ কিলোমিটার বুক জুড়ে নান্দাইল একটি লোকজ ঐতিহ্য প্রাচীন জনপদ। বাংলার রূপ ফুটিয়ে তোলার অধিকাংশ উপাদানই রয়েছে এ অঞ্চল।
ফসলের অবারিত মাঠ, শাপলা শালুকের বিল, কাশবন, নদীবক্ষে বহমান নৌকা, দোয়েল শ্যামা, কোকিলের অবাধ বিচরণ এখানে দৃশ্যমান। ১৯১২ সালরে ১৮ জানুয়ারী প্রশাসনকি গতশিীলতা আনয়ন ও জনসবো নিশ্চিতকরণরে লক্ষ্যে প্রশাসনকি ইউনটি হিসাবে নান্দাইল থানা সরকারি গেজেটভূক্ত হয়। ফলে কালের পথ পরিক্রমায় নান্দাইল উপজেলা নরসুন্দা ও ব্রহ্মপুত্র বিধৌত র্উবর মাটি সমৃদ্ধ ৩২৬.৩৭ র্বগ কিলোমিটার বুক জুড়ে এ এলাকার হয় ব্যাপক পরিবর্তন। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এ এলাকার বরেণ্য এ সাহসী সন্তানদের রয়েছে দীপ্তময় ভূমিক। বৃটিশ বিরোধী আন্দোলন, ৫২’এর ভাষ আন্দোলন, ৬৯’এর গণঅভূত্থান ৭১’ এর মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন ও সংগ্রামে তাঁদের অবদান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS