Monday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২০ এপ্রিল, ২০২২ এ ০৫:৪১ PM

লেবুর বাগান

কন্টেন্ট: পর্যটন স্পট

নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়ন এ এই লেবুর বাগান অবস্থিত। বছরে প্রায় লক্ষাধিক টাকার লেবু এখান থেকে ঢাকা সহ সারাদেশে বিক্রি করা হয়ে থাকে। প্রায় ৪ বিঘা জমির উপর এ বাগান গড়ে উঠেছে। পানির লেবেল নিচে নেমে যাওয়ায় প্রচলিত কৃষি কাজ সম্ভব না হওয়ায় এখানকার লোকজন এ কাজে উৎসাহিত হয়েছে। বর্তমানে এই লেবুর চাষে মালিকেরা অনেক সুখ ও আনন্দে জীবন যাপন করছে। তাদের গতি এখন আগেরও চেয়েও অনেক পরিবর্তন হয়েছে। লেবু বাগান নান্দাইকে আরও পরিচিতি বিমূখ করে তুলেছে। আমাদের দেশে বর্তমানে লেবুর ব্যাপক চাহিদা রয়েছে যা  এলাকার চাহিদা মিটিয়ে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই লেবু বিক্রি করা হচ্ছে। লেবু চাষে উপজেলা প্রশাসন তথা উপজেলা কৃষি অফিস সার্বক্ষনিক কৃষি সেবা দিয়ে যাচ্ছে।  বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই কৃষি নির্ভর এই দেশে লেবু চাষে আরও জনপ্রিয় করার জন্য চন্ডীপাশা ইউনিয়নের পাশাপাশি নান্দাইল বিভিন্ন ইউনিয়নে লেবু চাষ করার জন্য এবং লেবু চাষে উৎসাহ দেওয়ার জন্য জোর প্রচারনা চালাচ্ছে উপজেলা কৃষি অফিস।

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন